Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ড. নূরুল হুদা আল মামুন

ড. মো: নূরুল হুদা আল মামুন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই), আঞ্চলিক গবেষণাগার,ফরিদপুরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চ.দা) হিসেবে  ২৫ এপ্রিল ২০২২ তারিখে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে ঝালকাঠি জেলার অন্তর্গত রাজাপুর উপজেলার বামনকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি-এজি (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে তিনি ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহ থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৯ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল, ‘Assessment of Nutrient Balance for Jhum System of Cultivation in Bandarban area of Chittagong Hill Tracts’ 



ড. মামুন ২০০১ সালে ১১ এপ্রিল  বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে (এসআরডিআইতে) যোগ দেন। এসআরডিআই-এর একজন বিজ্ঞানী হিসেবে দেশের বিভিন্ন কৃষি অঞ্চল থেকে বৈচিত্রপূর্ণ কাজের অভিজ্ঞতা সংগ্রহ করেছেন। পিএইচডি করার সময় তিনি পাহাড়ি ভূমিক্ষয় রোধ, ভূমি ক্ষয়রোধী আধুনিক পদ্ধতিতে জুম চাষ, পাহাড়ি মাটির পুষ্টি উপাদান সংরক্ষণ এর উপর গবেষণা করেন। যা বান্দরবান এলাকায় ব্যাপক সমাদৃত হয়। 

 


স্কুল জীবন থেকেই তার লেখালেখি শুরু। ছড়া কবিতা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও পরে পপুলার আর্টিকেল, প্রবন্ধ, নিবন্ধ, ফিচার, সম্পাদকীয় সব অংগনে তাঁর রয়েছে সরব উপস্থিতি। বাংলাদেশের বেশিরভাগ জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক ম্যাগাজিনে তাঁর প্রবন্ধ, নিবন্ধ ছাপা হয়। তাঁর প্রকাশিত গবেষণাপত্রসহ সায়েন্টিফিক প্রবন্ধের সংখ্যা ২৫ এর অধিক। তিনি দেশের স্বনামধন্য সায়েন্টিফিক জার্নাল “দি এগ্রিকালচারিষ্ট” এর এসোসিয়েট এডিটর হিসেবে কাজ করেন। এ যাবত তার ৬টি গ্রন্থ প্রকাশিত হয়। তাঁর প্রথম প্রবন্ধ গ্রন্থ 'বাংলাদেশের সম্ভাবনাময় কৃষি' প্রকাশ পায় ২০১৩ সালের একুশে বইমেলায়। এর পর তাঁর দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ “ভেষজ উদ্ভিদের চাষ” প্রকাশ পায় ২০১৪ সালে । 'সুখপাখি' নামে প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশ পায় ২০১৫ সালে। এরপর প্রকাশ পায় শিশুতোষ ছড়াগ্রন্থ ‘ভোরের পাখি’। সর্বশেষ প্রকাশ পেয়েছে কৃষির সমসাময়ীক সমস্যা ও তার সমাধান বিষয়ক বই  ‘কৃষি জিজ্ঞাসা’ ও ‘বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ '  বিষয়ে দুটি পুস্তক। সাহিত্যের স্বীকৃতি স্বরুপ অর্জন করেছেন-মা মাটি মানুষ গ্রুপ সম্মাননা-২০১৫, বাংলাদেশ কবি পরিষদ সম্মাননা- ২০১৫,দুর্জয় বাংলা সাহিত্য সম্মাননা-২০১৫, মা মাটি মানুষ সাহিত্য সম্মাননা-২০১৭, মিরপুর কৃষিবিদ ওয়েল ফেয়ার সোসাইটি সম্মাননা-২০১৯।


চাকুরী জীবনে ড.মামুন বেশ কিছু প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি NATA, BAU, BARD, DAE, BARI, IFDC থেকে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশ সোসাইটি অব সয়েল সায়েন্স এবং কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের আজীবন সদস্য। তিনি টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনার মাধ্যমে মাটির স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে নিউট্রিয়েন্ট বাজেটের উপর গবেষণা করছেন।