আজ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, ফরিদপুর কর্তৃক আয়োজিত ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার "মধুমতি" এর সার সুপারিশ কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে ৫৫ টি সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী জনাব মো: কিবরিয়া স্যার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ফরিদপুর। প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ জনাব সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি অফিসার, আলফাডাঙ্গা। আরো উপস্থিত ছিলেন মধুমতি এর টিম সদস্য মো: মামুন হাওলাদার, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ফরিদপুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন কল্পনা বেগম, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ফরিদপুর। অনুষ্ঠানে কর্মকর্তাবৃন্দ কৃষক ভাইদের মাটির স্বাস্থ্য সুরক্ষায় করনীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং মতবিনিময় করেন।
বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সম্মানিত মহাপরিচালক মো: জালাল উদ্দিন স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি ড. মো: আব্দুর রউফ স্যারকে, পরিচালক, এনাইটিক্যাল সার্ভিস উইং এবং আরও ধন্যবাদ জানাচ্ছি এ. কে. এম. জগলুল পাশা স্যারকে, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এলালাইটিক্যাল সার্ভিস উইং, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ঢাকা।
বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী কৃষিবিদ ড. জনাব নুরুল হুদা আল মামুন স্যার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, ফরিদপুর এর সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস