মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,আঞ্চলিক গবেষণাগার,ফরিদপুর হচ্ছে এসআরডিআই, কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি গবেষণাগার। গবেষণাগার-এর প্রধান নির্বাহী হচ্ছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাঁকে সহায়তা করছেন গবেষণাগারে নিয়োজিত যথাক্রমে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বৈজ্ঞানিক কর্মকর্তা। এছাড়া কৃষকের মৃত্তিকা নমুনা সরেজমিনে পরীক্ষা করে ফলাফলের ভিত্তিতে সুষম মাত্রার সার সুপারিশ করার লক্ষ্যে ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস