Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ব্রি কর্তৃক আয়োজিত "বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি" শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ ও এসআরডিআই, যশোর পরিদর্শন
বিস্তারিত

সারের দাম বেশি নিলে নাম পাঠান, বাতিল হবে লাইসেন্স


কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, যেসব ডিলার কারসাজি করে সারের দাম বেশি নিচ্ছে, তাদেরকে চিহ্নিত করে আমাদের কাছে দ্রুত নাম পাঠান। এদের লাইসেন্স আমরা অবশ্যই বাতিল করব। এসব অসাধু ডিলারদের আমরা বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

আজ বুধবার সকালে যশোরে পিটিআই অডিটোরিয়ামে বিদ্যমান শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তি এবং ধানের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রয়োজনের চেয়েও সারের মজুদ বেশি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির আমলে মোট উন্নয়ন বাজেট ছিল ২২ হাজার কোটি টাকার মতো। সেখানে বর্তমান আওয়ামী লীগ সরকার গতবছর শুধু সারেই ভর্তুকি দিয়েছে ২৮ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কতটা কৃষকদরদী ও জনবান্ধব, এটিই তার বড় উদাহরণ।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরকে তদারকি জোরদার ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, এতো বিশাল অংকের ভর্তুকির সার কোনক্রমেই যাতে কৃষক ভাইদের বেশি দামে কিনতে না হয়।



কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম। এতে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, বিএডিসির চেয়ারম্যান এএফএম হায়াতুল্লাহ, ডিএইর মহাপরিচালক বেনজীর আলম, ব্রির মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আ. গাফফার খান, বারির মহাপরিচালক দেবাশীষ সরকার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার প্রমুখ বক্তব্য রাখেন।

আগামী তিন বছরে দেশের তৈল ফসলের চাহিদার শতকরা ৪০ ভাগ দেশীয় মাধ্যমে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের অংশ হিসাবে ফরিদপুর ও যশোর অঞ্চলের সকল অংশীজনের অংশগ্রহণে এই কর্মশালা আয়োজোন করা হয়।

উপর্যুক্ত কর্মশালায় ফরিদপুর গবেষণাগারের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেন ল্যাবের প্রধান ড. নূরুল হুদা আল মামুন (পিএসও), মো: কিবরিয়া (এস এস ও), বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ আলিম আল রাজীর  , কল্পনা বেগম।

কর্মশালা শেষে কর্মকর্তাগণ এসআরডিআই, যশোর গবেষণাগার ও কার্যালয় পরিদর্শন করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/08/2022
আর্কাইভ তারিখ
19/01/2023