'মৃত্তিকা: খাদ্যের সূচনা যেখানে' প্রতিপাদ্যেকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, কৃষি মন্ত্রণালয় কর্তৃক অায়োজিত ও জেলা প্রশাসন শরীয়তপুর এর সহযোগিতায় শরীয়তপুর জেলায় মৃত্তিকা দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এতদউদ্দেশ্যে সকালে র্যালি ও পরবর্তীতে অালোচনা সভার অায়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির অাসন অলংকৃত করেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান। অালোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মতলুবর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শরীয়তপুর। মূখ্য অালোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব কৃষিবিদ মোঃ কিবরিয়া, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এসঅারডিঅাই, অাঞ্চলিক গবেষণাগার, ফরিদপুর। অনুষ্ঠান সঞ্চালনা ও মৃত্তিকা দিবসের উপর বক্তব্য রাখেন সৈয়দ অালিম অার রাজীর, বৈজ্ঞানিক কর্মকর্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গাজী শরিফুল হাসান সহ জেলা উপজেলা পর্যায়ের কৃষি ও অন্যান্য সেক্টরের বিভিন্ন কর্মকর্তাগণ, কৃষক ও সুধীবৃন্দ।
বক্তব্যে মাটির স্বাস্থ্য, টেকসই কৃষি, মৃত্তিকা দূষণ, ভূমি শ্রেণীর ব্যবহার সর্বোপরি মাটির গুরুত্ব উঠে অাসে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ১ ইঞ্চি মাটিও যেন কৃষি উৎপাদনের বাইরে না থাকে তা বাস্তবায়নে পদক্ষেপ নিয়ে অালোচনা করা হয়।
https://www.channelionline.com/amp/soil-day-is-celebrated-in-shariatpur/
https://www.bssnews.net/bangla/national/69449
https://m.youtube.com/watch?v=IYRmJTrdgaY
https://cni24.com/news-details/29799
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস