ফরিদপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপিত
আজ ৫ ডিসেম্বর ২০২৩ তারিখ ফরিদপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদারের নেতৃত্বে একটি শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড.মো: নূরুল হুদা আল মামুন, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো: তানভীর হোসেন, ডিএই এর উপপরিচালক জনাব রফিকুল ইসলাম সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
শোভা যাত্রা শেষে একটি আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগারে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নূরুল হুদা আল মামুন।
মূল প্রবন্ধে তিনি বলেন, 'আমাদের একদিকে আবাদি জমি কমছে ১% হারে, অন্যদিকে জন সংখ্যা বাড়ছে ১.৩৭% হারে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে মাটির স্বাস্থ্য ঠিক রেখে আবাদ বাড়াতে হবে।'
ডিএই এর উপপরিচালক জনাব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার। তিনি বলেন, ফরিদপুরের মাটির অবক্ষয় রোধ করতে সকল কৃষক জনতা একত্রে কাজ করতে হবে। আমরা ফরিদপুরের মাটিকে কৃষির জন্য আদর্শ মাটি হিসেবে উন্নীত করতে চাই।' তিনি এ ব্যাপারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে আরো বক্তব্য প্রদান করেন,
মশলা গবেষণা কেন্দ্রের পিএসও ড. মো: আলাউদ্দিন, আন্তর্জাতিক সংস্থা CIMMYT এর ফরিদপুর অফিস প্রধান জনাব মো: জাকারিয়া, নারী উদ্যোক্তা কৃষাণী শাহিদা বেগম, কেচো সার উদ্যোক্তা তানিয়া আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন সংস্থা, কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস