Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Distribution of Fertilizer Cards among 50 farmers of Rajbari Sadar by Mobile Soil Laboratory "Madhumati".
Details
কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং সচেতনতা বাড়াতে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, ফরিদপুর কর্তৃক আয়োজিত ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগাগার "মধুমতি" তার কার্যক্রম শুরু করেছে।
কর্মসূচির প্রথম উপজেলা হিসেবে রাজবাড়ী সদরে কৃষকদের মাঝে আজ ৫০ টি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ফরিদপুর এর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কিবরিয়া, প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো: আরাফাত জামি, আরো উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো: মামুন হাওলাদার এবং বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব কল্পনা বেগম এবং মধুমতির অন্যান্য সদস্যবৃন্দ। ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সকল উর্ধতন কর্তৃপক্ষকে।
Attachments
Publish Date
19/05/2024
Archieve Date
29/06/2025