সাম্প্রতিক প্রধান অর্জনসমূহ:
মৃত্তিকা ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে দেশের মধ্য পশ্চিমাঞ্চলে অবস্থিত বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ( ফরিদপুর, রাজবাড়ী, শরিয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা) ক্রমহ্রাসমান আবাদী জমি ও মৃত্তিকা সম্পদের যৌক্তিক, লাভজনক ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণ এ কার্যালয়ের প্রধান কাজ। বিগত ৩ বছরে উক্ত গবেষণাগারের মাধ্যমে প্রায় ১৯৩৫ টি মৃত্তিকা নমুনা বিশ্লেষণ করা হয়েছে এবং প্রায় ১৯২৭ টি সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে। প্রায় ৯৬৫ টি অনলাইন সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে। মাটির নমুনা সংগ্রহ ও সুষম সার ব্যবহার বিষয়ে ১০২৫ জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণ বিষয়ে ১৮৫ জন কৃষি সম্প্রসারণ কর্মী, সার ডিলার ও জন প্রতিনিধিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় ১২৫০ টি “মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি” এবং ৩৫০ টি “সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণের পদ্ধতি” বিষয়ক পুস্তিকা বিতরণ করা হয়েছে। এ অঞ্চলের অধিকাংশ উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে কৃষকের চাহিত ফসলের জন্য সুষম সার সুপারিশ কার্যক্রম এর পাশাপাশি অফলাইন ডিজিটাল সার সুপারিশ কার্যক্রম চালু করা হয়েছে এবং কৃষক, সম্প্রসারণ কর্মী, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দের চাহিদা মাফিক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সুপারিশ প্রদান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS