Title
ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার ( মধুমতি) এর মাধ্যমে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় সার সুপারিশ কার্ড প্রদান করা হয়।
Details
"যদি চাই সোনার বাংলা, মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারের নেই বিকল্প"
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার ফরিদপুর এবং গোপালগঞ্জ কর্তৃক ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার ( মধুমতি) এর মাধ্যমে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কৃষকদের মাটি পরীক্ষা করে সার সুপারিশ কার্ড প্রদান করা হয় এবং ভেজাল সার সনাক্তকরণের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। । এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ বাহাউদ্দিন সেক উপজেলা কৃষি অফিসার মুকসুদপুর, জনাব হাছিনা আক্তার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চ.দা.), জনাব মোঃ ইমরান হেসেন, জনাব সৈয়দ আলিম আল রাজীর এবং জনাব মোঃ ফরহাদ হোসেন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
জনাব হাছিনা আক্তার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চ.দা.) এর আতিথেয়তা এবং আন্তরিকতায় আমরা অভিভূত, স্যারকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রামে সহযোগি হওয়ার সুযোগ প্রদানের জন্য।